Khoborerchokh logo

সীমান্তে ৭ কোটি টাকার মালামালসহ ৩ জন আটক 55 0

Khoborerchokh logo

সীমান্তে ৭ কোটি টাকার মালামালসহ ৩ জন আটক

: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এলএসডি (মাদক)সহ বিভিন্ন মালামাল নিয়ে অবৈধ পথে ভারত হতে ৩জন চোরাকারবারীকে বাংলাদেশে প্রবেশের সময় কুসুমপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে। 
৫৮বিজিবি’র মেজর মোল্লা ওবাইদুর রহমান  প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে জানান, ২৭ আগস্ট ২০২৪ইংমঙ্গলবার সকাল ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ৬১/৭ নম্বর পিলারের নিকট বিত্তি পাড়া হতে বিজিবি মাদক সহ ৩ চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপদ্দ করেছে। আটককৃত হল পিপুলবাড়ীয়ার রিয়াজ (২২), লোহাগড়া নড়াইল এর মোহাম্মদ ইমাম হোসেন(৩৯) ও মহেশখালী কক্্রবাজারের মোবারক  আলী (২৬)। এ সময় তাদের কাছে থাকা ভংকার মাদক এলএসডি সহ ৭ কোটি ৩৪ লক্ষ ৬৯ হাজার টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com